বৃহস্পতিবার

৩০শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্টের সঙ্গে পূবালী ব্যাংকের ঋণ চুক্তি

যুক্তরাজ্যের উন্নয়ন অর্থ সংস্থা ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট (বিআইআই) এর সাথে পূবালী ব্যাংক লিমিটেডের ৫০ মিলিয়ন ডলারের মেয়াদী ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
এই মেয়াদী ঋণ সুবিধা জলবায়ু সম্পর্কিত ঋণ বৃদ্ধি এবং সারা বাংলাদেশে জলবায়ু নিরাপত্তা নিশ্চিত করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে সহায়তা করবে। ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পূবালী ব্যাংক লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) মোহাম্মদ আলী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহাদাত হোসেন, মহাব্যবস্থাপক ও আন্তর্জাতিক বিভাগ প্রধান নিশাত মাইসুরা রহমান এবং ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এম রেহান রশিদ ও ইনভেস্টমেন্ট এক্সিকিউটিভ মুকিত-আল রহমান উপস্থিত ছিলেন।
বিআইআই -এর তহবিল মেয়াদী ঋণ প্রদানের মাধ্যমে পূবালী ব্যাংকের টেকসই আর্থিক ঋণ পোর্টফোলিওর উন্নয়নে সহায়তা করবে, যার ফলস্বরূপ পূবালী ব্যাংক তার গ্রাহকদের জলবায়ু প্রকল্পে প্রয়োজনীয় প্রধান সরঞ্জাম অধিগ্রহণ এবং জলবায়ু-সম্পর্কিত প্রযুক্তিগত সমাধান বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় মেয়াদী অর্থায়ন প্রদান কার্যক্রম পরিচালনা করবে। (বিজ্ঞপ্তি)

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ