শুক্রবার

২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

ম্যানইউকে পেছনে ফেললো নিউক্যাসল

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারিতে কারাবাও কাপের ফাইনালে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। সেই পরাজয়ের প্রতিশোধ নেয়ার দারুণ এক সুযোগ পেয়েছিলো নিউক্যাসল এবং সুযোগটা পুরোপুরি কাজে লাগালো তারা।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে ঘরের মাঠে ম্যানইউকে স্বাগত জানায় নিউক্যাসল এবং প্রতিশোধ নিতে গিয়ে ম্যানইউকেও উপহার দিলো ২-০ গোলের পরাজয়। আবার এই ম্যাচটি ছিল ম্যানইউ এবং নিউক্যাসলের শ্রেষ্ঠত্বের ম্যাচও। কারণ হারলেই পেছনে পড়তে হবে ম্যানইউকে। নিউক্যাসল উঠে যাবে উপরে। এ লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হলো নিউক্যাসলেরই।

 

প্রথমার্ধে কোনো গোলই হয়নি ম্যানইউ-নিউক্যাসল ম্যাচে। দ্বিতীয়ার্ধে গিয়ে গোল দুটি হজম করে এরিক টেন হাগের শিষ্যরা। এই পরাজয়ের ফলে ম্যানইউর সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন ফিকে হতে শুরু করছে। তবে এখনও যে সম্ভবনা শেষ হয়ে গেছে, তা নয়। তবে এই পরাজয় কিছুটা হলেও ধাক্কা দিয়েছে রেড ডেভিলদের।

এ অবস্থায় ২৭ ম্যাচ শেষে ৫০ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে রয়েছে ম্যানইউ। সমান পয়েন্ট নিয়ে ম্যানইউকে পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে নিউক্যাসল ইউনাইটেড। ২৭ ম্যাচে সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে নিউ ক্যাসল।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ