চৌদ্দগ্রাম প্রতিনিধি
ভারতে পাচারের সময় কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকা থেকে ৯টি গুইসাপ জব্দ করেছে বিজিবি। শনিবার (১ এপ্রিল) গুইসাপগুলো বন কর্মকর্তার কাছে হস্তান্তর করার পর সেগুলো বনে অবমুক্ত করা হয়েছে।
কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. পারভেজ শামীম শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।
মো. পারভেজ শামীম জানান, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির চৌদ্দগ্রাম বিওপির হাবিলদার মো. সামিদুল ইসলাম শেখের নেতৃত্বে উপজেলার সীমান্ত এলাকার ধনমুড়িতে অভিযান চালানো হয়। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা সীমান্ত পিলার ২১১০ থেকে ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দুটি প্লাস্টিকের বস্তা ফেলে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে বস্তাগুেলা উদ্ধার করে খুলে দেখা যায়, ৯টি বিরল প্রজাতির গুইসাপ রয়েছে।