শুক্রবার

২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

বিশ্বজয়ী হাফেজকে নিয়ে আজহারী যা বললেন

ঢাকা অফিস
আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় আবারও বিজয়ী হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম। এবার দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হয়েছেন তিনি।

তাকরিমের এই সাফল্যে উচ্ছ্বসিত হয়ে নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। সেখানে তিনি লিখেছেন— বেদনার্ত বাংলাদেশের জন্য এক বিশাল আনন্দের পরশ! আবারও লাল -সবুজের বিশ্ববিজয়।

তিনি লিখেছেন, দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে সালেহ আহমদ তাকরিম। মাশাআল্লাহ! তাবারাকাল্লাহ! কুরআনের মাসে এ বিজয় ছিনিয়ে আনার জন্য তোমায় আন্তরিক অভিনন্দন। এ বিজয় লক্ষ কিশোর তরুণের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

স্ট্যাটাসটি বুধবার নিজস্ব ফেসবুকে পোস্ট করেন এ ইসলামি গবেষক। পোস্টটি করার পর পরই দ্রুত ভাইরাল হয়ে যায়।
এর আগে গতবছর সৌদি আরবে অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগীতায় ১১১টি দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছিল বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম।

আরও সংবাদ

spot_img

সর্বশেষ সংবাদ